Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
একদিনের বেতনের টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করবে গণপূর্ত অধিদফতর
বিস্তারিত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদফতর জাতীয় শোক দিবসে একটি ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছে। সংস্থাটির সকল পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে সারাদেশে অসংখ্য গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের উদ্যোগে ও তত্বাবধানে গণপূর্ত অধিদফতর এ উদ্যোগ নেয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য ও কয়েকজন নিকটাত্মীয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর এক দল বিপথগামী কর্মকর্তার হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন। দিবসটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হচ্ছে আগামীকাল (রবিবার)। 

এ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে গণপূর্তের সকল ইউনিটে একযোগে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা ও করোনা মহামারি থেকে রক্ষায় এসময় বিশেষ মোনাজাত করা হবে। 

এছাড়াও সারাদেশে অসংখ্য গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে ঢাকায় ১৩টি জায়গা, চট্টগ্রামে ৭টি জায়গা ছাড়াও প্রতিটি জেলায় ৮০টি গণপূর্ত বিভাগে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি।

গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ একযোগে ৬৪ জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম ভিডিও

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/08/2021
আর্কাইভ তারিখ
15/08/2021